আফ্রিকা
বিদেশে এখন
0

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হামের প্রাদুর্ভাব, ৪২ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আদামাওয়াতে প্রায় এক সপ্তাহে হামের প্রাদুর্ভাবে কমপক্ষে ৪২ জন মারা গেছে বলে জানিয়েছেন প্রদেশটির স্বাস্থ্য কমিশনার। আজ (শনিবার, ৪ মে) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

হাম একটি সংক্রামক, বায়ুবাহিত ভাইরাস যা পাঁচ বছরের কম বয়সী শিশুদের বেশি আক্রমণ করে। প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যায় জ্বর, সর্দি ও কাশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হামের ভ্যাক্সিন প্রয়োগের ফলে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ কোটিরও বেশি হামজনিত মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে।

তবে সম্প্রতি আফ্রিকার দেশ নাইজেরিয়াতে এই রোগের সংক্রমণ বেড়েছে। গতকাল (শুক্রবার, ৩ মে) নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের স্বাস্থ্য কমিশনার বলেন, 'হামের প্রাদুর্ভাব বেশিরভাগই দু'টি স্থানীয় সরকার এলাকাকে প্রভাবিত করেছে যেখানে প্রায় ২শ' জনকে সনাক্ত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'হামের টিকা ওইসব এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং আমাদের ফিল্ড টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।'

নাইজেরিয়ার বিভিন্ন তথ্য অনুসারে, গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বরে ৩ হাজার ৯৬৫ জন রোগীর হাম চিকিৎসা করা হয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর