পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, বিস্ফোরণের ফলে ঘরের ছাদ ধসে পড়ে, এতে উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: আইসবিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস, রাস্তায় ৫০ হাজার মানুষ
এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানান, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান সরকার অভিযোগ করেছে, আফগান তালেবান টিটিপি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে এবং তারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে।
তবে আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ সমস্যা।





