শুভ্র তুষারে ঢেকে গেছে পথ। সাথে কনকনে ঠান্ডা বাতাস। সবমিলিয়ে শীত মৌসুমের শুরু থেকেই বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। সোমবার তীব্র তুষারপাতের ফলে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো মিশিগানবাসী। রাজ্যটির অটোয়া কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দৃশ্যমানতা কম থাকায় একে একে দুর্ঘটনার কবলে পড়ে শতাধিক গাড়ি।
ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে- মুচড়ে রাস্তায় পড়ে আছে কিছু যানবাহন। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া
যায়নি। বরফের স্তূপে আটকা পড়ে আছে ৩০ থেকে ৪০ টি ট্রাক। রাস্তায় তুষার জমে থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের। বন্ধ রয়েছে সড়কের দুই পাশের যান চলাচল।
এদিকে, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিশিগানের নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাতের ফলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলও। এরই মধ্যে জাতীয় আবহাওয়া দপ্তর মিনেসোটা, ওহিও, পেনসিলভানিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে আগাম শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। আর মঙ্গলবার পর্যন্ত ফ্লোরিডা ও জর্জিয়ায় বৈরী আবহাওয়া থাকবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার কামচাটকা উপদ্বীপের জনজীবনও। ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতে অঞ্চলটির বেশিরভাগ এলাকায় কয়েক মিটার পর্যন্ত বরফ জমেছে। এতে শুভ্র বরফের নিচে ঢাকা বহু গাড়ি। বাড়ির অর্ধেকই ডুবে ডুবে আছে তুষারে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, চলতি মাসে কামচাটকার কিছু এলাকায় ২ মিটার পর্যন্ত উচ্চতার বরফ পড়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিনের বেলাতেও ট্র্যাফিক লাইট জ্বালিয়ে ও উঁচু রাস্তাগুলোতে ছয় ফিটেরও বেশি উচ্চতার তুষার ভেদ করে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ। শুক্রবার, বরফে চাপা পড়ে প্রাণ হারায় দুই ব্যক্তি।
পশ্চিমা দেশগুলো ছাপিয়ে, তীব্র তুষারপাতে বিপর্যস্ত এশিয়ার জনজীবনও। মঙ্গলবার জাপানের উত্তর- পশ্চিম উপকূলে ভারী তুষারপাত ও বাতাসের কারণে বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। বিড়ম্বনায় বিমানযোগে চলাচলকারী হাজার হাজার মানুষ। এছাড়া, ব্যাহত হচ্ছে রেল পরিষেবাও। টোকিওর আবহাওয়া অফিস জানায়, রোববার পর্যন্ত তীব্র বাতাসসহ অব্যাহত থাকবে তুষারপাত। এসময় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র শীতে তাপমাত্রা কমে যাওয়ায় বিরল তুষারপাতের কবলে চীনের সাংহাই । কর্তৃপক্ষ জানায়, আগামী ৩ দিন পর্যন্ত এটি বহাল থাকবে। তবে তুষারপাতে খুশি চীনের ব্যবসায়ীরা। কেননা শুভ্র তুষারের আনন্দ উপভোগ করতে বেইজিংয়ের মিউজিয়াম প্যালেসে ভিড় জমাচ্ছে মানুষ ।
এক চীনা নাগরিক বলেন, ‘টিভির দৃশ্য মনে হচ্ছে। লাল দেয়াল, হলুদ টাইলস ও সাদা তুষার একসঙ্গে দেখতে পাচ্ছি। ছবির থেকেও সুন্দর লাগছে চারপাশ। প্রাচীন নকশাগুলোর শৈল্পিক নকশা কতটা সুন্দর তা এই বরফের মৌসুমে অঞ্চলটিতে এসে উপভোগ করছি।’
এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবে তীব্র তুষারপাতের কারণে মানবেতর জীবন কাটাচ্ছে বাস্ত্যুচ্যুতরা। পর্যাপ্ত শীত বস্ত্র ও খাবারের অভাবে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় শিশুরা।





