বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ২১ জনের প্রাণহানি নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। যাদের মধ্যে ২৫ জনের অবস্থা খুবই গুরুতর। নিহতদের মধ্যে একজন ট্রেনের চালক বলে জানা গেছে। ট্রেন দুটিতে অন্তত চারশ' যাত্রী ছিল।





