কুয়ালালামপুর থেকে এএফপি আরও জানায়, কয়েক বছর ধরে মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত জুলাইতেও নিজের শততম জন্মদিন উদযাপনের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাহাথিরের সহকারী সুফি ইউসূফ জানান, বাসায় পড়ে গিয়ে আহত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পাশের হিপে ফ্র্যাকচার ধরা পড়েছে।’
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আগামী কয়েক সপ্তাহ হাসপাতালে থাকা লাগতে পারে। তিনি বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান।
মাহাথির মোহাম্মদ আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মাহাথিরের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজিজাহ ও আমি তুনের (মাহাথিরের) সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
মাহাথির মোহাম্মদ আনোয়ারের ইব্রাহীমের রাজনৈতিক গুরু থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের সময় তাঁর বয়স ছিল ৯৪ বছর। ওই সময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা।





