আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মাদুরো দম্পতি

মাদুরোকে কোর্টে নেয়ার মুহূর্ত
মাদুরোকে কোর্টে নেয়ার মুহূর্ত | ছবি: রয়টার্স
1

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে মাদক মামলায় ম্যানহাটনের আদালতে তোলার পর নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। এমনকি নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে দাবি করেন নিকোলাস মাদুরো।

এর আগে, গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) হাতকড়া পরিয়ে এ দম্পতিকে মার্কিন সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তায় ম্যানহাটনের আদালত প্রাঙ্গনে নেয়া হয়। প্রথমে হেলিকপ্টারে করে এবং পরে বিশেষ পাহারায় একটি ভ্যানে করে তাদের নিয়ে আসা হয় আদালতে। আদালতের হাজিরা শেষ হলে আবারও তাদের কড়া নিরাপত্তায় ব্রুকলিন কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:

সন্ত্রাসবাদ, কোকেনসহ মাদক পাচার, আগ্নেয়াস্ত্র ও ধ্বংসাত্মক বিস্ফোরক বহনসহ চারটি অভিযোগ আনা হয়েছে মাদুরোর বিরুদ্ধে। যা প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও অপহরণসহ, নির্যাতন ও হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন বাহিনী। এসময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

এসএইচ