প্রধান অস্ত্রাগার পরিদর্শনের সময় কিম জং উন এ আভাস দিয়েছেন বলে শুক্রবার সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। এ প্রচেষ্টার অংশ হিসেবে আগামী বছর থেকেই ক্ষেপণাস্ত্র বাড়ানো ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন কিম।
আরও পড়ুন:
যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কেআরটি।
সম্প্রতি পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শন করেছেন কিম জং উন। যেখানে গিয়ে দক্ষিণ কোরিয়ার সাবমেরিন তৈরি–সংক্রান্ত হুমকি মোকাবিলার অঙ্গীকারও করেন তিনি।





