অক্টোবরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি মাদক গ্যাংয়ের কার্যক্রম রুখে দিতে প্রাণঘাতি অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ। এতে পাচঁ পুলিশ সদস্যসহ ১২১ জন নিহত হন।
ব্রাজিল পুলিশ অভিযানটিকে সফল দাবি করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেও রয়টার্সের প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এর নেতৃত্বে থাকা কয়েকজন পুলিশ অফিসারের সাক্ষাতকার, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজের বরাতে গণমাধ্যমটি জানায়, উদ্দেশ্য অনুযায়ী অভিযান পরিচালনায় ব্যর্থ হয়েছে পুলিশ, বরং এটি পরিচালনা করতে গিয়ে খোদ পুলিশ বাহিনীর সদস্যরাই গ্যাংয়ের কাছে অসহায় হয়ে পড়ে।
জানা যায়, ২৮ অক্টোবর মধ্যরাতে শুরু হয় এ অভিযান। মাদক গ্যাংয়ের আঁতুড়ঘর হিসেবে পরিচিত আলেমাও পাভেলা থেকে ২০ সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে করে পালিয়ে যান। এরপর তাদেরকে ধাওয়া করে পুলিশ, শুরু হয় পাল্টাপাল্টি গুলি বিনিময়।
আরও পড়ুন:
এর কয়েক ঘণ্টা পর আলেমাও ও পার্শ্ববর্তী পেনহা পাভেলা কেঁপে ওঠে বিকট আতশবাজির শব্দে। মূলত গ্যাংয়ের সদস্যদের সতর্ক করতেই এগুলো ফোটায় সন্ত্রাসীরা। ভোরের কিছু পর একাধিক সাজোয়া যান নিয়ে পাভেলা কমপ্লেক্সে জড়ো হতে থাকে পুলিশ। এসময় তাদের পথ আটকাতে রাস্তায় টায়ার ও পুরনো গাড়ি জ্বালিয়ে দেয় কমান্ডো ভার্মেলহো মাদক গ্যাংয়ের সদস্যরা।
এর ফলে চারপাশে ছড়িয়ে পড়া কালো ধোঁয়ার কারণে অপরাধীদের অবস্থান শনাক্তে ব্যর্থ হয় পুলিশের ড্রোন। অভিযানে মাদক দলের নেতা এডগার আলভেস ডি আন্দ্রেডকে গ্রেপ্তারের পরিকল্পনা থাকলেও সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গেই তাদেরকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি শুরু করে সন্ত্রাসীরা। এক পুলিশ সদস্য নিহত ও সবাইকে কোণঠাসা করার খবরে ব্যাকআপ সামরিক ইউনিট পাঠানো হয়। এরপর কয়েক ঘণ্টা চলে গুলি বিনিময়।
২৯ অক্টোবর সন্ধ্যার পর গোলাগুলি শেষ হলে একের পর এক বেরিয়ে আসে মরদেহ। ক্ষতবিক্ষত মরদেহগুলোর বেশিরভাগই স্থানীয়দের বলে জানা যায়, শোকের মাতম দেখা যায় পুরো পাভেলাজুড়ে। নিখোঁজদের খোঁজে ভিড় করতে থাকেন পরিবারের সদস্যরা।
তবে এসব তথ্যের কিছুই পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। উল্টো পুরো অভিযান সফল দাবি করা হয়। প্রকাশিত ভিডিও ফুটেজেরও বিস্তারিত বর্ণনা করা হয়নি। এছাড়া, অভিযানের বিষয়ে যেসব তথ্য পুলিশ প্রসিকিউটরদের দিয়েছে সেগুলোর সঙ্গে রয়টার্সের কাছে থাকা তথ্যের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।





