সুদানে বিমানবাহিনীর বোমা হামলায় নিহত ১৭০০, আহতে হাজারের বেশি

সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি গ্রুপ আরএসএফের সংঘাত
সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি গ্রুপ আরএসএফের সংঘাত | ছবি: সংগৃহীত
0

গৃহযুদ্ধ চলাকালে আবাসিক এলাকা, স্কুল ও আশ্রয় শিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত এক হাজার সাতশো মানুষকে হত্যা করেছে সুদানের বিমানবাহিনী। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। দেশটিতে চলা বিমান হামলা নিয়ে করা তদন্তে ওঠে এসেছে এ তথ্য।

সুদান উইটনেস প্রজেক্ট এর তথ্য বলছে, ২০২৩ সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে বড় বড় সামরিক বিমান হামলায় পর্যালোচনা করে এ তথ্য বেরিয়ে এসেছে। তারা আরও জানায়, বাহিনীটি জনাকীর্ণ এলাকায় আনগাইডেড বা লক্ষ্যহীন বোমা বেশি ব্যবহার করেছে। দেশটির ক্ষমতাসীন সেনাবিহিনী বা এসএএফের কাছেই শুধু এই যুদ্ধবিমান আছে। আধাসামরিক বাহিনী আরএফএসের কাছে কোনো যুদ্ধবিমান নেই।

আরও পড়ুন:

এই তদন্তে যদিও আরএসএফের ড্রোন হামলায় হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৩৮৪টি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

ইএ