ট্রাম্প নিশ্চিত করেছেন, শান্তি চুক্তির বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন মার্কিন বিশেষ প্রতিনিধি।
আরও পড়ুন:
এর আগে, রোববার ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও অনেক জটিলতার নিষ্পত্তি হয়নি।
ফ্লোরিডার এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কারণে বেশ কিছু কঠিন সমস্যায় পড়বে ইউক্রেন। কিন্তু রাশিয়া চায় এই সংঘাতের নিষ্পত্তি হোক।





