ফিলিপিন্সের ডাক-লাক প্রদেশের দুইশো বছরের পুরনো গ্রাম। যার অধিকাংশ বাসিন্দাই মাছ চাষি। টাইফুন কালমায়েগির তাণ্ডবে ভেসে গেছে এখানকার চিংড়ি চাষিদের মাছ ধরার নৌকা। পাশাপাশি নষ্ট হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার মাছ। যার আর্থিক মূল্য প্রায় ১৫ হাজার ডলার।
টাইফুন কালমায়েগির তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লিনোনে। ঘূর্ণিঝড়ের পর বন্যায় নিখোঁজ শতাধিক মানুষ। অনেক পরিবার হারানো স্বজনের খোঁজে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীদের কাছে।
স্থানীয়দের একজন বলেন, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। যা হারিয়েছি তা আর ফিরে পাবো না। অনেকেই বাবা-মাকে হারিয়েছেন। হারিয়েছেন স্বামী-সন্তানকেও।’
তবে এ হতভাগ্য পরিবারের জন্য বড় দুঃসংবাদ নিয়ে আসছে আরেক টাইফুন ফাং ওং। কালমায়েগি তাণ্ডবে দুই শতাধিক মানুষের প্রাণহানি আর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির রেশ ফুরোবার আগে সুপার টাইফুন ফাং ওং মোকাবিলার প্রস্তুতি নিতে হচ্ছে ফিলিপিন্সকে। বন্ধ রাখা হয়েছে আগের উদ্ধার অভিযান।
আরও পড়ুন:
রোববারই সুপার টাইফুনে পরিণত হয় ফাং-ওং। স্থানীয়রা যাকে বলছে ইউওয়াং। আবহাওয়া অফিস বলছে, রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘণ্টায় ন্যূনতম ১৮৫ এবং সর্বোচ্চ ২৩০ কিলোমিটার বেগে লুজন অঞ্চলের আওরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে সুপার টাইফুন। টাইফুনটি সোমবারের পর ফিলি সীমান্ত অতিক্রম করে অগ্রসর হতে পারে চীনের দিকে। তবে দিক পাল্টালে আঘাত লাগতে পারে তাইওয়ানেও।
পূর্বপ্রস্তুতি হিসেবে উত্তর ও পূর্বাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কোথাও কোথাও অনলাইনে ক্লাস চললেও বন্ধ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। বেশ কয়েকয়টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে ফিলিপিন্স এয়ারলাইন্স। আবহাওয়া অফিস বলছে, উত্তরে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ টাইফুনে পরিণত হবে ফাং-ওং।
এদিকে, ৩০তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টির মূলপর্ব শুরুর দু'দিন আগে আয়োজক দেশ ব্রাজিলে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে সাড়ে সাতশোর বেশি মানুষ।
স্থানীয়দের একজন বলেন, ‘আমাদের সম্ভবত আর কিছুই করার নেই। আবেগ ধরে রাখতে পারছি না। সবকিছু হারিয়ে ফেলেছি। দোকান-বাসা-প্রয়োজনীয় কাগজপত্র সব।’
প্রায় মাটির সঙ্গে মিশে গেছে পারানা রাজ্যের রিও বোনিতো শহরের ৯০ শতাংশ অবকাঠামো। গাছপালা- বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বেশ কিছু এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। হাজার খানেক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে রিও বোনিতো থেকে।





