এর জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন অ্যাভিয়েশন বিভাগ জানায়, সরকারের অচলাবস্থার কারণে ট্রাফিক কন্ট্রোলাররা বিনা বেতনে কাজ করছেন। এমন পরিস্থিতিতে দেশের ব্যস্ততম এয়ারপোর্টের বিমান পরিষেবা ১০ থেকে ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন:
পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্র এই শাটডাউন শুরু হয়। ফেডারেল সরকারের এই অচলাবস্থা বন্ধে এখনও কোনো সমাধানে আসতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। ফেডারেল শাটডাউন বা সরকারের অচলাবস্থা ৩৯তম দিনে পা রেখেছে গেল শনিবার। যা মার্কিন মুলুকের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের রেকর্ড।





