কথায় যেমন মনের সব ভাব ব্যক্ত হয়, আবার কখনো সেই ভাষা না জানার কারণে বেকারও হয়ে যেতে হয়। এমনই এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার অভিবাসীকে।
শুধু ইংরেজিতে দক্ষ না হওয়ার কারণে দেশটিতে কাজ হারালেন ৭ হাজারেরও বেশি ট্রাকচালক, যার বড় একটা অংশ ভারতীয়। কাজ হারিয়ে তারা এখন বিপাকে।
দেশটির মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭ হাজার ২৪৮ জন ট্রাকচালককে কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে। গত জুলাই মাসেও এই সংখ্যা ছিল মাত্র দেড় হাজার।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন নির্দেশিকা জারি করেছিলেন, যাতে উল্লেখ ছিল কেবল ভাষাগত কারণে প্রশাসন কোনো ট্রাকচালককে কাজ থেকে অব্যাহতি দিতে পারবে না।
আরও পড়ুন:
তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশনা খারিজ করে দেন। দেশটির পরিবহন দপ্তর থেকে জানানো হয়, বাণিজ্যিক ট্রাকচালকদের অবশ্যই ইংরেজি বোঝার পাশাপাশি ইংরেজিতে কথা বলতে জানতে হবে, অন্যথায় তাদের এ কাজে থাকার কোনো সুযোগ নেই।
ভারতের বিপুল সংখ্যক শিখ ধর্মাবলম্বী আমেরিকায় ট্রাক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় দেড় লাখ ট্রাকচালক পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য থেকে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন। তাই আমেরিকার পরিবহন দপ্তরের এ নতুন সিদ্ধান্তে তাদের অনেকেই বিপাকে পড়েছেন।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঘটেছে। আর সেই দুর্ঘটনাগুলোর সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় ট্রাক চালকদের।
একের পর এক এমন দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে দেশের পরিবহন সংশ্লিষ্ট নিয়মকানুন আরও জোরালোভাবে প্রয়োগ করারও নির্দেশ দেন ট্রাম্প।





