ইতালির রোমে ‘মধ্যযুগীয়’ টাওয়ারে ধস, নিহত ১

ইতালির রোমে ধসে যাওয়া সেই টাওয়ারটি
ইতালির রোমে ধসে যাওয়া সেই টাওয়ারটি | ছবি: সংগৃহীত
0

ইতালির রোমে কলোসিয়ামের কাছে মধ্যযুগীয় টাওয়ার ধসে মারা গেছে এক শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৩ নভেম্বর) মধ্যযুগীয় টোরে দেই কন্টি টাওয়ার সংস্কারের সময় আংশিক ধসে পড়ে। পরে দমকলবাহিনী উদ্ধার অভিযান চালাতে গেলে আরও একাংশ ধসে পড়তে শুরু করে। ফলে ব্যাহত হয় উদ্ধার অভিযান।

আরও পড়ুন:

১৩ শতকে পোপ তৃতীয় ইনোসেন্টের বাসভবন হিসেবে টোরে দেই কাউন্টি নির্মাণ করা হয়। ১৩৪৯ সালে ভূমিকম্পে টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। ৪ বছর মেয়াদী একটি প্রকল্পের আওতায় ভবনটির সংস্কার কাজ চলছিল। যার কাজ শেষ হবে আগামী বছর।

এসএইচ