ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২৪

ভারতে বাস-ট্রাক দুর্ঘটনা
ভারতে বাস-ট্রাক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জনের প্রাণ গেছে। আজ (সোমবার, ৩ অক্টোবর) সকালে রাজ্যের শেভেলা মন্ডলে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুড়ি পাথর বোঝাই ট্রাকটি উল্টো পথে দ্রুতগতিতে যাওয়ার ফলে যাত্রীবাহী বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি ৭০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ যাচ্ছিল। স্থানীয় সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতরে থাকা আহতদের বের করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন।

আরও পড়ুন:

আহতদের কয়েকজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাত্র একদিন আগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ট্রেলারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৮ জনের প্রাণ গেছে। এতে করে দুই দিনে ভারতে সড়ক দুর্ঘটনায় ঝরল ৪২ প্রাণ

এফএস