শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস প্রকাশ

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ট্রুথ সোশ্যালের এক পোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল (শনিবার, ১ নভেম্বর) ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্ট করেন ট্রাম্প।

ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি এবং সাফল্য বয়ে আনবে।

দক্ষিণ কোরিয়ায় এপেকের সাইডলাইনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ওই বৈঠককে ‘জি-টু মিটিং’ হিসেবে উল্লেখ করে আসছেন ট্রাম্প। ওই পোস্টেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন:

ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে জি-টু বৈঠক, চীন-যুক্তরাষ্ট্র দুই দেশের জন্যই ইতিবাচক খবর। গেল ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ ৬ বছর পর সরাসরি বৈঠক করেন ট্রাম্প-শি। এসময় যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা ও বিরল খনিজের রপ্তানিতে শিথিলতা আনার বিষয়ে রাজি হয় চীন।

এফএস