
নতুন ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
রাশিয়া নতুন সুপার অটোনোমাস টর্পেডো বা ক্ষেপণাস্ত্র পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তিচালিত এই অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস তৈরি করে উপকূলীয় এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এর আগে গেল সপ্তাহেই যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম আরেক ক্ষেপণাস্ত্র বুরভেস্টনিক ক্রুজের সফল পরীক্ষা চালানোর দাবি করে মস্কো।

নতুন হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। শব্দের চেয়ে ১২ গুণ দ্রুতগতিতে ছোটা মিসাইলটির ইঞ্জিনে কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহারের দাবিও করেছে পিয়ইয়ং। উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পিয়ংইয়ংকে স্পেস ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে মস্কো।