তুমুল ঝড়ের কবলে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল। গত মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটিতে। যেখানে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিলো ১৫৫ কিলোমিটার পর্যন্ত। সময়ের সঙ্গে এর গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
এরইমধ্যে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছে প্রায় লাখখানেক পরিবার। ব্যাহত হয়েছে সড়ক ও রেল পথে যোগাযোগও।
স্থানীয়দের একজন বলেন, ‘সৌভাগ্যের বিষয় পরিবারে লোকজন এখনও সুস্থ আছেন। এতেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন:
এ অবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ডে ক্যান্টারবারি ও ওয়েলিংটনে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় জারি করা হয়েছে জরুরি অবস্থাও।
বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে এড়িয়ে যেতে বলা হয়েছে অপ্রয়োজনীয় ভ্রমণ। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে। তবে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





