প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন সেনা অভিযান, নিহত ৫

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন ধবংস
প্রশান্ত মহাসাগরে সাবমেরিন ধবংস | ছবি: সংগৃহীত
0

প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মাদকবহনকারী একটি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে এ অভিযান চালানো হয়। এতে নিহত হয়েছেন পাঁচ মাদক চোরাচালানকারী।

অভিযানে মার্কিন সেনাদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন এক কর্মকর্তা জানান, অভিযান চালানোর সময় জাহাজটিকে সন্দেহজনক বেশ কয়েকজন চোরাচালানকারী ছিলো। তবে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি পেন্টাগন।

আরও পড়ুন:

ট্রাম্প প্রশাসন নতুন করে মাদকবিরোধী অভিযান শুরু করার পর প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে সামরিক অভিযান চালালো দেশটি। আর ক্যারিবীয় অঞ্চলে এখন পর্যন্ত সাতটি অভিযান চালানো হয়েছে।

ইএ