এ সফর হবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফর। বৈঠকে তিনি বলেন, ‘আমরা একটি ন্যায্য চুক্তি করব। আমি চীনের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক দারুণ।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি মালয়েশিয়া ও জাপানে থাকব। আমরা মনে করেছি দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ করাটা ভালো হবে, এবং আমরা দেখা করব।’
কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী সোমবার (২৭ অক্টোবর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পর তিন দিনের জন্য জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।





