ফিলিপিন্সের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শনিবার দিনের শুরুতেই সোরসোগোন প্রদেশে আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফেংশেন। স্থানীয় ভাষায় যার নাম দেয়া হয়েছে রামিল। আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ থেকে ৯০ কিলোমিটার।
আরও পড়ুন:
এ মুহূর্তে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর অচ্ছে ঝড় ফেংশেন। সোমবার নাগাদ ঝড়টি ফিলিপিন্স অতিক্রম করবে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। বন্যা কবলিত ও উপকূলের বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। মাছ ধরার ছোট নৌকা নিয়ে উত্তাল সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিচ্ছে প্রশাসন।





