প্রাচীন ডাইনোসরের কঙ্কাল আবিষ্কারের দাবি আর্জেন্টাইন জীবাশ্মবিদদের

প্রাচীন ডাইনোসরের কঙ্কাল
প্রাচীন ডাইনোসরের কঙ্কাল | ছবি: সংগৃহীত
0

বিশ্বের অন্যতম প্রাচীন ডাইনোসরের প্রায় সম্পূর্ণ কঙ্কাল আবিষ্কারের দাবি করছেন আর্জেন্টিনার একদল জীবাশ্মবিদ। প্রায় ২৩ কোটি বছর আগের এই প্রাণীর কঙ্কালের সন্ধান মিলেছে আন্দিজ পর্বতমালার একটি দুর্গম এলাকায়।

আর্জেন্টিনার উত্তরাঞ্চলে লা রিওহা প্রদেশের দে সান্তো দোমিঙ্গো এলাকা। চূড়ান্ত সাবধানতা অবলম্বন করে পাহাড় থেকে নামানো হচ্ছে এক বাক্স। যেখানে আছে ২৩ কোটি বছর আগের একটি প্রাণীর কঙ্কাল।

কঙ্কালটি লম্বা গলাওয়ালা তৃণভোজী এক ডাইনোসরের। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচুতে এই বিরল কঙ্কাল আবিষ্কার করেছেন আর্জেন্টিনার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কাউন্সিলের একদল জীবাশ্মবিদ।

আরও পড়ুন:

আবিষ্কার করা ডাইনোসরের কঙ্কাল পরীক্ষার পর নতুন এই প্রজাতিটির নাম দেওয়া হয়েছে হুয়াইরাকুরসোর জাগুয়েনসিস। জীবাশ্মবিদদের মতে, প্রায় ২৩ কোটি বছর আগে ট্রায়াসিক যুগের শেষভাগে এই জাতের ডাইনোসর পৃথিবীতে বিচরণ করত।

আর্জেন্টাইন প্যালিয়োন্টোলজিকাল অ্যাসোসিয়েশনের সভাপতি রয়টার্সকে জানান, গেল ৫০ বছরে এত পুরনো কোনো প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়নি। আরও বলেন, গবেষক দলটি কঙ্কালের বেশিরভাগ অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে—এরমধ্যে রয়েছে মাথার খুলি, সম্পূর্ণ কশেরুকা, সামনের ও পেছনের পা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীটির দীর্ঘ ঘাড় ও তুলনামূলক বড় দেহগঠন ইঙ্গিত দিচ্ছে এটি প্রাথমিক ডাইনোসরগুলোর একটি, যাদের থেকে পরবর্তী কালে বৃহদাকার সৌরোপোডমর্ফ ডাইনোসরের উদ্ভব হয়।

এএইচ