ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর হুঁশিয়ারি

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন।

এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে ঢাকা কলেজের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ বলেন, ‘শিক্ষা উপদেষ্টা যে আশ্বাস দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারছে না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা ষড়যন্ত্র চলছে, বিলম্ব হলে সেশনজটসহ নানা ভোগান্তিতে পড়বে শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষাভবন মোড়ে সড়কের এক পাশ বন্ধ করে অবস্থান চালিয়ে যাবে শিক্ষার্থীরা।’

আরও পড়ুন:

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি জানায়, বর্তমানে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর পরিমার্জনপূর্বক চূড়ান্তকরণের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ প্রকাশ করা হবে।

এদিকে সোমবার দুপুর থেকে শিক্ষা ভবন মোড় অবরোধ করে আন্দোলন করার ফলে পুরো এলাকা যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন অফিস থেকে ফেরা যাত্রীরা।

এসএস