রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ | ছবি: এখন টিভি
1

রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে নতুন পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের রাঙামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা নির্বাচিত হয়েছেন। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়।

সংগঠনটিতে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন - বিজয় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক, এসএ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. সোলায়মান।

এছাড়া দুই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আর টিভির রাঙামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল ও এখন টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউর রহমান জুয়েলকে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন:

সাংগঠনিক সম্পাদক পদে নিউজ২৪ এর স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু এবং দুই সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক ও দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু দে, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি এবং প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।

রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম বলেন, ‘রাঙামাটিতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত কর্দমক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।’

এসএস