স্বর্ণ দিয়ে মোড়ানো ব্রুনাইয়ের রাজপ্রাসাদ ‘ইসতানা নুরুল ইমান’

ইসতানা নুরুল ইমান
ইসতানা নুরুল ইমান | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই, তবে সেখানেই রয়েছে স্বর্ণের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ। এটির গল্প তাক লাগাবে যে কাউকে। কারণ এর অন্দর মহলে রয়েছে প্রায় ১৮শ' কক্ষ, সুইমিংপুল, খেলার মাঠসহ অনেক কিছু। এমনকি এর একটি কক্ষে একত্রে ৫ হাজার মানুষের খাবার গ্রহণের ব্যবস্থাও রয়েছে।

স্বর্ণ মহলের কথা বিভিন্ন রূপকথায় অনেকেই পড়েছেন। আবার সেই স্বপ্নপুরীকে কল্পনাতেও এঁকেছেন কেউ কেউ। তবে অলীক এ ভাবনা সত্যি হয়ে ধরা দিয়েছে ছোট্ট দেশ ব্রুনাইয়ে। সেখানে রয়েছে স্বর্ণ দিয়ে মোড়ানো বিশাল এক রাজপ্রাসাদ।

১৯৮৪ সালে দেশটির সুলতান হাসানল বলকিয়াহ পরিবার নিয়ে থাকার জন্য বিলাসবহুল এ প্রাসাদটি তৈরি করেছিলেন। বেশিরভাগ অংশে স্বর্ণ ব্যবহার করা রাজবাড়িটির নাম ‘ইসতানা নুরুল ইমান’।

ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান থেকে কয়েক কিলোমিটার দূরেই এই প্রাসাদটির অবস্থান। বাড়িটি ২০ লাখ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।

তবে এটির আগাগোড়া স্বর্ণ দিয়ে মোড়ানো নয়। প্রাসাদের চূড়া ২২ ক্যারেটের পাশাপাশি কিছু সামগ্রী স্বর্ণ দিয়ে বানানো। বিলাসী এই প্রাসাদে ঘর রয়েছে ১ হাজার ৭৮৮টি। আর বাথরুম রয়েছে ২৫৭টি।

ভোজনের জন্য এই প্রাসাদে আছে বিশাল কক্ষ। যেখানে একসঙ্গে ৫ হাজার অতিথি খাবার খেতে পারেন। ভেতরের মসজিদে একসঙ্গে মানুষ নামাজ পড়তে পারেন দেড় হাজার।

সুলতানের পছন্দের খেলা পোলো। আর তাই এই প্রাসাদের সঙ্গে আছে সুবিশাল মাঠ। এছাড়াও হাতি-ঘোড়া রাখার জন্য রয়েছে ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল। প্রাসাদে ৫টি সুইমিংপুল রয়েছে। সুলতানের সংগ্রহে থাকা ৭ হাজার গাড়ির জন্য আছে ১১০টি গ্যারাজ।

শুধুমাত্র বসবাসের জন্য ব্যবহার হয় না এই প্রাসাদ। বিভিন্ন সরকারি কাজের পাশাপাশি প্রতিবছর বেশকিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানেরও আয়োজন হয় এখানে।

সারা বছর প্রাসাদের ভেতর সাধারণ মানুষের প্রবেশের অনুমতি মিলে না। কিন্তু বার্ষিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ৩ দিনের জন্য এই প্রাসাদের কিছু অংশ জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। আবার রমজান মাসের শেষেও রাজবাড়িটিতে ঢুকতে পারেন দেশটির নাগরিকরা।

রানি দ্বিতীয় এলিজাবেথের পর বলকিয়াহ সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা শাসক। প্রায় ৬০ বছর ধরে ব্রুনাই শাসন করে চলেছেন তিনি।

তথ্য বলছে, সুলতান বলকিয়াহ বিশ্বের সেরা ধনকুবেরদের মধ্যে অন্যতম। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি ডলার।

মাত্র ৫ হাজার ৭৬৫ কিলোমিটারের দেশটিকে গোটা পৃথিবীর কাছে পরিচিতি এনে দেয়া 'ইসতানা নুরুল ইমান'কে ঘিরে রয়েছে কয়েক প্রজন্মের ঝোঁক।

এএইচ