মাদাগাস্কারের ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী, দুই বছরের মধ্যে হবে নির্বাচন

মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী
মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের সামনে দেশটির সামরিক শাখার ইউনিট ক্যাপসাটের প্রধান সামরিক সরকার গঠনের নির্দেশ দেন। পাশাপাশি ঘোষণা দেন আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানেরও।

সোমবার (১৩ অক্টোবর) রাতে হত্যা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানান মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। দেশটির সামরিক শাখা ও বিরোধী রাজনৈতিক দলের দাবি, রোববার দেশ ছেড়ে পালান রাজোয়েলিনা।

আরও পড়ুন:

এদিকে, সামরিক বাহিনী ক্ষমতা নেয়ায় মাদাগাস্কারের রাজধানীতে উল্লাস করেন সাধারণ মানুষ। মূলত বিদ্যুৎ ও পানির সংকট কেন্দ্র করে শুরু হওয়া জেন-জি আন্দোলন রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। এতে তিন সপ্তাহের মধ্যেই পতন ঘটে মাদাগাস্কারের সরকারব্যবস্থার।

ইএ