নোবেল না পেলেও ট্রাম্পকে নায়কোচিত সম্মাননা দিচ্ছে ইসরাইল

ট্রাম্প ও নেতানিয়াহু
ট্রাম্প ও নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

গাজার যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ইসরাইল তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) ভাষণের আগে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ট্রাম্পকে পদক প্রদান করবেন। খবর এনডিটিভির।

ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প কেবল বন্দিদের মুক্তি নিশ্চিত করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে নতুন এক যুগের পথপ্রদর্শক হয়েছেন। প্রেসিডেন্ট হারজগ বলেন, ‘তাকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান আমার জন্য এক বিরাট গৌরবের বিষয়।’

এটি এমন ব্যক্তিদের দেয়া হয়, যারা ইসরাইল বা মানবজাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। ২০১৩ সালে একই পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্পের নামও আলোচনায় ছিল।

আরও পড়ুন:

ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সোমবারই ইসরাইল ও হামাস বন্দিবিনিময় শুরু করেছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ২০ দফার এ পরিকল্পনার লক্ষ্য দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ইসরাইলে হামলা চালায়, এতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরাইলের বিমান ও স্থল হামলায় গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে।

সংক্ষিপ্ত ইসরাইল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেবেন। ওয়াশিংটন থেকে ফ্লাইটে ওঠার সময় সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ শেষ। পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করবে।

এএইচ