মাঝরাতে আফগানিস্তানে বিকট বিস্ফোরণের শব্দ, বিমান হামলার শঙ্কা

আফগানিস্তানে বিস্ফোরণ
আফগানিস্তানে বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
1

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার রাত পেরিয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতের শুরুতে এ শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত কোনো বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন:

এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ফাইটারদের পাকিস্তান সীমান্ত থেকে সরাতে আফগানিস্তান তাদের কাছে অর্থ দাবি করেছে।

জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় অভিযোগ করেন, টিটিপিকে সমর্থন করে যাচ্ছে আফগানিস্তান। সঙ্গে এসব সন্ত্রাসীকে তাদের দেশে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

ইএ