গতকাল (সোমবার, ৬ অক্টোবর) মিশরের স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়া আলোচনায় প্রাধান্য পায় দুই পক্ষের বন্দি বিনিময় ইস্যুটি। এদিকে, গাজা চুক্তি খুব দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
সোমবার, ওভাল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এরইমধ্যে ইস্যুটির বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। হামাস অস্ত্র প্রত্যাহারে রাজি না হলে যুক্তরাষ্ট্র কোনো শক্ত অবস্থানে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তারা এখনই এমনটা চিন্তা করছেন না।
অন্যদিকে, শান্তি আলোচনার মাঝেই গাজায় হামলা চালিয়ে নতুন করে ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে ৩ ত্রাণ প্রত্যাশীও রয়েছে।





