এরমধ্যে দার্জিলিংয়ের মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
পূজার ছুটি ও পর্যটন মৌসুমের কারণে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় ৫ জেলায় আটকে পড়েছেন অসংখ্য পর্যটক।
আরও পড়ুন:
উদ্ধারকাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনাসদস্য এবং স্থানীয় পুলিশ।
কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, রাস্তাঘাট, বসতবাড়ি ও হোম স্টে।
স্থানীয়রা বলছেন ১৯৯৮ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে দার্জিলিং।
আজই ঘটনাস্থল পরিদর্শন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। একই পরিস্থিতি প্রতিবেশি দেশ নেপালেও।
বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।





