ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ের বাইরে সন্ত্রাসী হামলায় নিহত ২

হামলার স্থান পরিদর্শনে যুক্তরাজ্য পুলিশ
হামলার স্থান পরিদর্শনে যুক্তরাজ্য পুলিশ | ছবি : সংগৃহীত
0

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ের বাইরে সন্ত্রাসী হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপাসনালয়ের বাইরে জড়ো হওয়া মানুষের ভিড়ে প্রথমে একটি গাড়ি তুলে দেয় সন্ত্রাসী। এরপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

পরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে করে ৩৫ বছর বয়সী এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। তার নাম জিহাদ আল শামি। তিনি সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে পুলিশের সন্ত্রাস দমন রেকর্ডে তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, একটি গাড়ি নিয়ে ইহুদিদের উৎসবের ভিড়ে তুলে দিয়ে হামলাকারী ছুরিকাঘাত শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইহুদিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ইএ