পরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে করে ৩৫ বছর বয়সী এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। তার নাম জিহাদ আল শামি। তিনি সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তবে পুলিশের সন্ত্রাস দমন রেকর্ডে তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, একটি গাড়ি নিয়ে ইহুদিদের উৎসবের ভিড়ে তুলে দিয়ে হামলাকারী ছুরিকাঘাত শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইহুদিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।





