কোপেনহেগেনের পর এবার ডেনমার্কের নর্থ জুটল্যান্ডের আলবোর্গ আকাশে দেখা মিলেছে একাধিক রহস্যময় ড্রোনের। রাতের আকাশে উজ্জল আলোর মতো জ্বলতে দেখা যাচ্ছে তা।
অজানা এই ড্রোন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডেনমার্কজুড়ে। এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যস্ততম আলবোর্গ বিমানবন্দর। আলবোর্গ ছাড়াও দেশটির আরও তিনটি বিমানবন্দরের ওপরে উড়তে দেখা যায় ড্রোন। তবে সেসব এয়ারপোর্টের কার্যক্রম এখনও চালু রেখেছে কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, কে বা কারা এই ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে তদন্ত চলছে।
আরও পড়ুন:
এ ঘটনার সঙ্গে রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে শুরুতে সন্দেহ হলেও পর অবশ্য এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী। জানান, এর পেছনে পেশাদার অভিনেতা কাজ করেছেন। এবং একে হাইব্রিড আক্রমণ বলছেন তিনি। স্পষ্ট করে বলেন এর সঙ্গে রাশিয়া জড়িত নয়।
আকাশসীমা লঙ্ঘন করে ন্যাটোসদস্য দেশ পোল্যান্ড, এস্তোনিয়ার ও রোমানিয়ারর ওপর রাশিয়ার হামলার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুরো ইউরোপ। এছাড়া নরওয়েও অভিযোগ তুলেছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। যদিও এসব অভিযোগ আমলে নিচ্ছে না মস্কো।
এর আগে সোমবারও ডেনমার্কের আকাশে একাধিক রহস্যময় ড্রোন দেখে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় দেশটির সবচেয়ে বড় কোপেনগেন বিমানবন্দর। তখনও অভিযোগের তীর রাশিয়ার দিকেই ছিলো।





