সুপার টাইফুন রাগাসা তাণ্ডব চালিয়েছে হংকং ও চীনে, তাইওয়ানে ১৪ জনের মৃত্যু

রাগাসার আঘাত
রাগাসার আঘাত | ছবি: সংগৃহীত
0

ফিলিপিন্স ও তাইওয়ানের পর, হংকং ও চীনে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। হংকংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশ থেকে বিশ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন। রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। ভেঙে পড়েছে তাইওয়ানের অনেক রাস্তাঘাট ও সেতু।

কয়েকদিন ধরেই সুপার টাইফুন রাগাসা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছিলো হংকং ও চীন। ফিলিপিন্স ও তাইওয়ানের পর বুধবার সকালে হংকংয়ে প্রবল বেগে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। এর প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস।

টাইফুনের আঘাতে চারশোর বেশি গাছপালা ভেঙে পড়ে। অন্তত ১৫টি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। এছাড়াও রাগাসায় ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। দুর্যোগে এখনও পর্যন্ত বেশ কয়েকজন আহতও হয়েছে।

হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ৭শ’র বেশি ফ্লাইট চলাচল। এছাড়া, রাগাসার প্রভাবে, হংকংয়ের ল্যানটাউ দ্বীপের উপকূল এলাকায় তীব্র ঢেউ আছড়ে পড়েছে।

রাগাসার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশ। অনেক জায়গায় গাছপালা ভেঙ্গে পড়ায়, বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। দেখা দিয়েছে জলাবদ্ধতা। ক্ষতি এড়াতে, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে প্রশাসন।

আরও পড়ুন:

এদিকে, রাগাসার আঘাতে মুখ থুবড়ে পড়েছে ম্যাকাওয়ের ট্যুরিস্ট হটস্পট সেনাডো স্কয়ার। পর্যটক শূন্য হয়ে পড়েছে স্থানটি। বুধবার সকাল থেকে ম্যাকাওয়ে জারি রয়েছে ১০ নম্বর সতর্কতা সংকেত।

এদিকে, টাইফুন রাগাসার আঘাতে এখনও লণ্ডভণ্ড তাইওয়ান, মারা গেছে বেশ কয়েকজন, নিখোঁজ অন্তত ৩০ জন। ভূমিধস ও পানির তোড়ে ভেঙে গেছে সড়ক, মহাসড়ক ও সেতু। বন্যার কবলে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার ফ্রিজটি দোকানে নৌকার মতো ভাসছিল। গাড়িও ভেসে গেছে।’

অপর এক বাসিন্দা বলেন, ‘অবস্থা ভয়াবহ। আমাদের বাসার প্রথম তলা বন্যার পানিতে ডুবে ছিল। জানালা খোলা যাচ্ছিল না। আমরা ভাই জানালা ভেঙে মাকে উদ্ধার করেছি।’

এর আগে, সোমবার ফিলিপিন্সের উত্তর অংশে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। এতে প্রাণ হারিয়েছে তিনজন। এখনো নিখোঁজ অনেকে।

ইএ