আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে তীব্র খাদ্য ও পানি সংকট

খাবার পানি সংকটে আফ্রিকার সাব-সাহারান দেশগুলো
খাবার পানি সংকটে আফ্রিকার সাব-সাহারান দেশগুলো | ছবি: সংগৃহীত
0

জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদি খরায় আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের দেশগুলোতে তীব্র খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। ক্রমশ কমছে খাদ্যশস্য উৎপাদন, বাড়ছে মানুষের ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত এ সংকট মোকাবিলায় অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই উদ্যোগ জোরদার করা জরুরি।

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ, সীমাহীন দারিদ্রতা, অপর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকটে ধুঁকছে আফ্রিকা মহাদেশের সাব-সাহারান অঞ্চলের দেশগুলো। এছাড়াও দেশগুলোতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে খাবার পানির সংকট।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, জনসংখ্যা বৃদ্ধি, স্যানিটাইজেশনের অভাব, পানি সরবরাহের উৎসগুলোতে অব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে আব-সাহারান অঞ্চলের মানুষেরা বঞ্চিত হচ্ছেন খাবার পানির অধিকার থেকে।

আরও পড়ুন:

ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দীর্ঘদীন বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলগুলোর নদ-নদীর পানির স্তর পৌঁছেছে শূণ্যের কোঠায়।

অব্যাহত খরার কারণে পানি সংগ্রহে সবচেয়ে বেগ পেতে হচ্ছে দেশটির নারী ও কিশোরীদের। শুধু পানি সংগ্রহে দিনের বেশিরভাগ সময় খরচ করায় অনেক মেয়ে শিশু বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে।

এসএইচ