মার্ক কার্নির বিভিন্ন নীতির বিরুদ্ধে কানাডায় বিক্ষোভ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কানাডা। স্থানীয় সময় শনিবার জলবায়ু, গাজা যুদ্ধ ও অভিবাসী-আদিবাসীদের অধিকারের দাবিতে আন্দোলন করছে হাজারো মানুষ।

স্থানীয় সময় শনিবার টরন্টোর রাস্তায় নেমে আসেন প্রায় দুই হাজার মানুষ। জলবায়ু নীতি, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং ইসরাইলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে স্লোগান দেন তারা।

আরও পড়ুন:

বিক্ষোভকারীরা ওয়ান কানাডিয়ান অ্যাক্ট বিল, সি-৫-এরও তীব্র সমালোচনা করেন। এ আইন পরিবেশগত নিয়ম এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করছে বরে অভিযোগ তাদের। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে আনা বিল সি-২ বাতিলেরও দাবি ওঠে। ১৪টি সংগঠনের সমন্বিত এই বিক্ষোভ হয়েছে অটোয়া, মন্ট্রিয়ল ও ভ্যাঙ্কুভারেও।

ইএ