স্টেট পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, এই ঘটনাটি ছিল পেনসিলভানিয়া রাজ্যের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পরিস্থিতি এত দ্রুত অবনতির দিকে যায় যে, পুলিশদের পাল্টা গুলিবর্ষণ ছাড়া আর কোনো উপায় ছিল না।
আরও পড়ুন:
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এক প্রেস কনফারেন্সে জানান, দিনটি অত্যন্ত মর্মান্তিক ও ধ্বংসাত্মক। তিনজন মূল্যবান প্রাণ আমরা হারিয়েছি, যারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য এবং এই দেশকে সেবা দিচ্ছিলেন।
এই হামলার ঘটনাটি অনেককে ২০০৯ সালের পিটসবার্গের মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে এক ব্যক্তি বুলেটপ্রুফ ভেস্ট পরে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছিল, যখন তারা একটি পারিবারিক কলহের জবাবে ঘটনাস্থলে গিয়েছিলেন।
এফবিআইসহ একাধিক ফেডারেল সংস্থা এরইমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। এখনো নিহত ও আহত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হামলার পেছনের কারণ ও বন্দুকধারীর পরিচয় জানানো হবে।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্ক ও ক্ষোভে ভুগছেন। অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই সমস্যা সমাধানে কঠোর অস্ত্র আইন প্রণয়ন, মানসিক স্বাস্থ্যসেবা জোরদার এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ অপরিহার্য।





