আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প: নিহত বেড়ে ৬ শতাধিক, আহত ১৩ শ’র বেশি

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬ শতাধিক হয়েছে। সেই সঙ্গে ১৩ শ’র বেশি ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬। গতকাল (রোববার, ৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) তালেবান সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউ.এস.জি.এস-এর তথ্য বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে ৮ কিলোমিটার গভীরতায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের রাজধানী এবং আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ৩০০ কিলোমিটারের বেশি দূরের আবাসিক ভবনগুলোও কেঁপে উঠেছে। ভূমিকম্পটির ধরণ পর্যালোচনা করে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউ.এস.জি.এস।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কেঁপে ওঠে আফগান রাজধানী কাবুলও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।

বিবিসি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে। এটি আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর। কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের আগে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নানগারহারে বন্যায় পাঁচজন নিহত হয় এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।

১৯৯১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে হওয়া এক ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে ৮৪৮ জন মানুষ নিহত হয়েছিলেন। তারপর ১৯৯৭ সালে আফগানিস্তানের সীমান্তবর্তী ইরানের প্রদেশ খোরাসানের কায়েন শহরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা পৌঁছেছিল ১ হাজার ৫০০ জনেরও বেশি এবং ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরের বছর ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের প্রায় বিচ্ছিন্ন ও তাজিকিস্তানের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে নিহত হন প্রায় ৪ হাজার মানুষ, তার মধ্যে আফগানিস্তানে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৩০০।

এনএইচ