৩৩ লাখের বেশি শেয়ার বিক্রি করেছেন জেফ বেজোস

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস
অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস | ছবি: সংগৃহীত
0

প্রায় ৭৪ কোটি ডলার মূল্যের ৩৩ লাখের বেশি শেয়ার বিক্রি করে দিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার প্রকাশ করে এ তথ্য। পূর্বনির্ধারিত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে গেলো মার্চে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন বেজোস। সে সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের মে মাসের মধ্যে মোট আড়াই কোটি শেয়ার বিক্রি করবেন তিনি।

২০২১ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন ডটকমের প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করলেও চেয়ারম্যান থেকে যান বেজোস। এরপর থেকেই নিয়মিত বিরতিতে নিজের শেয়ার বিক্রি করে আসছেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতেও চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পাঁচ কোটি শেয়ার বিক্রির লক্ষ্য নেন তিনি। তারপরেও এখনও ব্যক্তি পর্যায়ে অ্যামাজনের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার রয়ে গেছেন মার্কিন এ ধনকুবের।

নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তহবিল যোগাতে প্রতি বছর অ্যামাজন থেকে ১শ' কোটি ডলারের শেয়ার বিক্রি করবেন বলে আগেই জানিয়েছিলেন বেজোস।

এএইচ