ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের হরমোজগান প্রদেশ থেকে আরও দু’জনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ইরানের ইসলামিক স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএসএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত এক নারী ও এক পুরুষ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য পাচারের চেষ্টা করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, কসমেটিকস আমদানি ও স্যাটেলাইট ফোন মেরামতের আড়ালে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং এর বিনিময়ে বিপুল অর্থ গ্রহণ করেন। তাদের একটি আস্তানায় অভিযান চালিয়ে টেলিযোগাযোগ সরঞ্জাম, জিপিএস এবং স্যাটেলাইট ফোন জব্দ করা হয়েছে।