সরাসরি আপডেট

আয়াতুল্লাহ আলী খামেনি, ডোনাল্ড ট্রাম্প ও বেনইয়ামিন নেতানিয়াহু
আয়াতুল্লাহ আলী খামেনি, ডোনাল্ড ট্রাম্প ও বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: এখন টিভি
2

ইসরাইল-ইরান যুদ্ধবিরতি

টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ও ইসরাইল। প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও উত্তেজনার পর এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দু’জন আটক

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের হরমোজগান প্রদেশ থেকে আরও দু’জনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ইরানের ইসলামিক স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএসএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত এক নারী ও এক পুরুষ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য পাচারের চেষ্টা করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, কসমেটিকস আমদানি ও স্যাটেলাইট ফোন মেরামতের আড়ালে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং এর বিনিময়ে বিপুল অর্থ গ্রহণ করেন। তাদের একটি আস্তানায় অভিযান চালিয়ে টেলিযোগাযোগ সরঞ্জাম, জিপিএস এবং স্যাটেলাইট ফোন জব্দ করা হয়েছে।

‘ভবিষ্যতে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জবাব’

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে জবাব দেবে ইরান—এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান-ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার টেলিভিশনে প্রথমবারের মতো দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

৮৬ বছর বয়সী খামেনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রকে ‘‘চড়’’ মেরেছে। কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।’ ১২ দিন ধরে চলা যুদ্ধে জয় দাবি করেন তিনি। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলাটি আসে ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্র শরিক হওয়ার পর। খামেনি একটি গোপন ইনডোর লোকেশন থেকে বক্তব্য দেন। পেছনে ছিল একটি বাদামি পর্দা, পাশে ইরানের পতাকা ও তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ছবি।

‘ইসরাইলি হামলায় ইরানে ৬২ নারী-শিশু নিহত’

ইসরাইলি হামলায় ইরানে লাবাফি নেজাদ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

তিনি বলেছেন, চিকিৎসক সংগঠনের চার জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্ট এবং তেহরানের বেশ কয়েকজন জরুরি কর্মীও নিহত হয়েছেন।

ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘৬২ জন নারী এবং শিশু নিহত হয়েছে এবং ২৫০ জন নারী ও শিশু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয়ে’ জনগণকে খামেনির অভিনন্দন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের সঙ্গে তার দেশের সংঘাত শুরুর পর তৃতীয়বারের মতো বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া বার্তায় তিনি বলেন, ‌‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।’

সার্বিক বিষয় নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেয়ারও ঘোষণা দিয়েছেন এই নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি লেখেন, ‘ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।’

এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফরে গেলেন

ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির দু’দিন পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।

বিবিসি পার্সিয়ান সার্ভিস জানায়, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি।

এমন সময়ে এ সফরটি হচ্ছে, যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে। ইসরাইলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কীভাবে সহজেই তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়ে প্রশ্ন উঠছে।—বিবিসি

দেশজুড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ইরান

ইসরাইলের সাথে যুদ্ধবিরতির পর দেশজুড়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ইরান। বিশেষ করে কুর্দি অঞ্চলে গ্রেপ্তার, মৃত্যুদণ্ড ও সামরিক বাহিনী মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানিয়েছে কর্মকর্তারা। রয়টার্স থেকে এ খবর প্রকাশ করা হয়।

ইরানি কর্মকর্তারা জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরাইলের বিমান হামলা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে এবং চেকপয়েন্টের আশেপাশের রাস্তায় উপস্থিতি বৃদ্ধি করে।

ইন্টারনেট সেবা চালু করলো ইরান

ইসরাইলের সঙ্গে সংঘাতের পর পরই ইরানজুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। গতকালের যুদ্ধবিরতির পর আজ এই বিধিনিষেধ তুলে দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ইরান।

দেশটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে কার্যকর থাকা নেটওয়ার্ক নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির সাইবার সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা জানান, ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কার্যকর থাকা ইন্টারনেট বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়া হচ্ছে। এতে খুব শিগগিরই ইন্টারনেট সেবা আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন ইরানে

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে ইরানের পারমাণবিক সহযোগিতা স্থগিত–সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। আজ (বুধবার, ২৫ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘নুর নিউজ’। বিলটি আইন হিসেবে কার্যকর হতে ইরানের সর্বোচ্চ সংবিধান রক্ষাকারী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। তাতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় পরিদর্শনে যেতে চায়, তবে তা অনুমোদন করতে হবে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে।

১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত এলো। তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে হলেও ইসরাইল তা মেনে নিচ্ছে না এবং যুদ্ধোত্তর পরিস্থিতিকে অজুহাত বানিয়ে চাপ বাড়াচ্ছে। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র জানান, বিলটি কার্যকর হলে আইএইএ’র সব ধরনের নজরদারি, যেমন ক্যামেরা স্থাপন, তথ্য প্রতিবেদন ও পরিদর্শন কার্যক্রম স্থগিত থাকবে।

ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেনি তিনি। জবাবে তিনি জানান, ট্রাম্প মনে করেন, ‘মূলত কয়েক দশক।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তারা যদি এটি পেত তাহলে তারা নরকে যেত। সবশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিলো। ওই আঘাত যুদ্ধের সমাপ্তি টেনেছে।’

প্রসঙ্গত, পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এবং সম্ভবত এটি ‘কয়েক মাস পিছিয়েছে।’

এছাড়া ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধের ক্ষেত্রেও ‘বড় অগ্রগতি’ হচ্ছে। তিনি বলেন, ‘গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।’

ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরাইলির আবেদন

ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরাইলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এজন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল (মঙ্গলবার) এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটির খবর, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরাইলের কর কর্তৃপক্ষ। ১৩ জুন ইরান-ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি-ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। এ ছাড়া ৩ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি। ইসরাইল সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইসরাইলিদের কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা এখনো জানানো হয়নি।

ইসরাইল-ইরান যুদ্ধবিরতি ‘খুব ভালো’ চলছে: ট্রাম্প

ইসরাইল-ইরান যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এ কথা জানান। খবর আল জাজিরার।

ন্যাটো মহাসচিব মার্ক রুটসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তিনি মনে করেন যুদ্ধবিরতি ‘খুব ভালোভাবে’ এগিয়ে চলেছে।

তিনি বলেন, ইসরায়েলের জন্য তিনি গর্বিত। কারণ তিনি গতকাল ইরানের ওপর পরিকল্পিত বিমান হামলা না চালানোর জন্য তাদের কাছে আবেদন করেছিলেন, যা যুদ্ধবিরতিকে বিপন্ন করবে বলে মনে করেছিলেন। ট্রাম্প বলেন,

‘এটি একটি দুর্দান্ত জিনিস ছিল।’

আইএইএকে সহযোগিতা স্থগিতের পরিকল্পনা অনুমোদন ইরানের

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা না করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইরান। ইরানের নূর নিউজ সাইটের বরাতে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।

পরিকল্পনার অধীনে, আইএইএর পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলির নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন। ইরানের পার্লামেন্টের এক প্রেসিডিয়াম সদস্যের উদ্ধৃতি দিয়ে নূরনিউজ এ তথ্য জানিয়েছে।

গাজায় ৭ ইসরাইলি সৈন্য নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে অব্যাহত যুদ্ধে গাজায় ৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী আজ (বুধবার, ২৫ জুন) এ তথ্য জানায়। খবর এএফপির।

জেরুজালেম থেকে সংবাদমাধ্যমটি জানায়, সেনাবাহিনীর ওয়েবসাইটে একই ব্যাটালিয়নের পাঁচজন সৈন্য এবং একজন প্লাটুন কমান্ডারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধের সময় তারা নিহত হন। এতে আরো বলা হয়, যে সপ্তম সৈন্যও নিহত হয়েছে, তবে তার পরিবার তার নাম প্রকাশের অনুমতি দেয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে সংঘটিত যুদ্ধে এ পর্যন্ত ৪৩০ জনেরও বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূতের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি। খবর সিএনএনের।

তিনি বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ আঞ্চলিক উত্তেজনা রোধে আমাদের ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ কাতারকে আন্তরিক ও কূটনৈতিক প্রচেষ্টার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

উপসাগরীয় দেশটি থাকা একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার একদিন পর কাতারের প্রতি ইরাভানি এ কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইসরাইলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিক গ্রেপ্তার করেছে ইরান

১২ দিনের সংঘাতে ইসরাইলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাষ্ট্র অনুমোদিত ফার্স নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে।

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ১৩ জুন ইরানে অভূতপূর্ব হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে কাজ করা তার গোপন কর্মীদের ভূমিকা স্বীকার করেছে।

মোসাদ হামলার আগে ইরানের লাইনের পিছনে কাজ করা গোপন এজেন্টদের ফুটেজ সরবরাহ করেছে, যার মধ্যে ইরানের ভেতর থেকে লক্ষ্যবস্তুতে ড্রোন চালানোর জন্য একটি ঘাঁটি স্থাপন করা তথ্যও প্রকাশ পেয়েছে।

গাজা হত্যাকাণ্ডের মধ্যেই ছড়াচ্ছে ইরান-ইসরাইল যুদ্ধবিরতির খবর

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে গাজায় এখনো ইসরাইলি আগ্রাসন, গণহত্যা চলমান রয়েছে। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গাজার স্থানীয়রা জানান, হাসপাতালে জায়গা নেই। সেই সঙ্গে চারিদিকে যে নীরবতা তা পরিবেশকে আরো ভারী করে তুলছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও গাজায় এখনো ইসরাইলের বোমা বর্ষণ চলমান। অব্যাহত বোমা হামলায় গাজার আল শিফা হাসপাতাল প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে।

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আরো তিনজনের ফাঁসি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি ইরানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার।

মিজান অনলাইন নিউজ সাইট অনুসারে, বুধবার সকালে তুরস্কের সাথে দেশটির উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকার উর্মিয়া কারাগারে তিন সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সন্দেহভাজনরা অ্যালকোহলযুক্ত পানীয় সরবরাহের আড়ালে অস্ত্র বা হত্যার সরঞ্জাম পাচার করেছিল বলে অভিযোগ রয়েছে। তবে তাদের কখন গ্রেপ্তার করা হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন চান না ট্রাম্প

ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প বলেছেন তিনি ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে চান না।

তিনি বলেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য বিশৃঙ্খলা লাগে, এবং আদর্শভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।’

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি: পেন্টাগন

পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।

এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তখন মার্কিন প্রেসিডেন্ট এই হামলাকে অত্যন্ত সফল হামলা বলেও জানিয়েছিল। কিন্তু মাত্র তিনদিনের মাথায় পেন্টাগনের এই নতুন তথ্য জানাচ্ছে।

যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখতে হবে’।

“মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্খিত স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি একটি সুযোগ। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না এবং তাদের আলোচনার টেবিলে ফিরতে হবে। এবং দীর্ঘস্থায়ী সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে,” সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন তিনি।

“এই বার্তাই আমি ন্যাটোর সম্মেলনে আজ অন্য নেতাদের সাথে আলোচনা করেছি,” বলছিলেন তিনি। এর আগ কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে তিনি কাতারের আমিরের সাথে কথা বলেছেন।

ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না।’

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরানের মানুষ আবারো দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।’

মাসুদ পেজেশকিয়ান |ছবি: রয়টার্স

ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প

নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যাওয়র সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না। আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক।’

তিনি বলেন, ‘সরকার পরিবর্তন নৈরাজ্যের দিকে নিয়ে যায় এবং আদর্শিকভাবে আমরা অনেক নৈরাজ্য দেখতে চাই না।’

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির পর ইরাকের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পর ইরাক ১২ দিন পর তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ জুন) ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বাগদাদ থেকে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর, আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য ইরাকের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

আসু