ইসরাইলি হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান হোসেন বাঘেরি নিহত

মেজর জেনারেল মোহাম্মাদ হোসেন বাঘেরি
মেজর জেনারেল মোহাম্মাদ হোসেন বাঘেরি | ছবি: তাসনিম নিউজ এজেন্সি
0

ইসরাইলি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হোসেন বাঘেরি নিহত হয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা। আজ (শুক্রবার, ১৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিএনএনের এক প্রতিবেদন বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আরো পড়ুন:

এদিকে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

আরো পড়ুন:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন।

অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’

সেজু