গাজায় শিশু হত্যার প্রতিবাদে সরব খোদ ইসরাইলি মানুষ

শিশুকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন গাজাবাসী
শিশুকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন গাজাবাসী | ছবি: সংগৃহীত
0

ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত শিশুদের ছবি হাতে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার খোদ ইসরাইলিরাই। যতই দিন গড়াচ্ছে ক্রমেই জোরালো হচ্ছে যুদ্ধবিরতি বিক্ষোভ। সম্প্রতি ভয়াবহ এ আগ্রাসনের মাত্রা কয়েকগুণ বাড়ায় দ্রুত যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভকারীরা গাজা সীমান্তের কাছে জড়ো হলে, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এমনকি ইসরাইলি বাহিনী কেবল গাজাতেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধাপরাধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।

মাত্র ১৯ মাস আগে যখন গাজায় আগ্রাসন শুরু হয়, তখন থেকেই জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন সাধারণ ইসরাইলিরা। তবে, ইসরাইই আগ্রাসনের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি হওয়ায় এক পর্যায় সাধারণ ইসরাইলিদের আন্দোলন রূপ নেয় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে।

এতকিছুর পরও যখন নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি আর অবুঝ শিশুদের হত্যা করে যাচ্ছে ইসরাইলি বাহিনী, তখন গাজা ইস্যুতে বহু ইসরাইলির মনোভাবেও এসেছে পরিবর্তন।

এতোদিন জিম্মিদের ছবি হাতে আন্দোলন করলেও, এবার গাজায় চালানো ইসরাইলি বিমান হামলায় নিহত শিশুদের ছবি নিয়ে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারা। চলমান আগ্রাসনকে ভয়াবহ আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধের দাবি তাদের। এমনকি, বিক্ষোভকারীরা গাজা সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথেও ঘটে ব্যাপক সংঘর্ষও। আটক অভিযান চালিয়েও দমানো যায়নি তাদের।

বাসিন্দাদের একজন বলেন, ‘ইসরাইলিদের এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে গাজার এই ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে হবে। এর বিকল্প নেই।’

আরেকজন বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, গাজা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এবং এই যুদ্ধের অবসান ঘটবে।’

এই কাতারে শুধু সাধারণ ইসরাইলিরাই নয়, রাজনীতিবিদ এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক অনেক কর্মকর্তার বয়ানেও গাজায় যুদ্ধবিরোধী অবস্থান ফুটে উঠেছে।

সম্প্রতি বামপন্থী রাজনীতিবিদ এবং আইডিএফ-এর সাবেক ডেপুটি কমান্ডার ইয়ার গোলান বলেছেন, ইসরাইল যদি সুস্থ আচরণ না করে, তাহলে দক্ষিণ আফ্রিকার মতো বিচ্ছিন্ন জাতিতে পরিণত হতে সময় লাগকে না। সুস্থ মস্তিষ্কের কেউ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়াই করে না, শিশুদের হত্যা করে না।

এদিকে শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি দখলদ্বালিত্বের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন, ইসরাইলি বাহিনী কেবল গাজাতেই নয়, অধিকৃত পশ্চিম তীরেও যুদ্ধাপরাধ করে যাচ্ছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ৬১ শতাংশ ইসরাইলি যুদ্ধ পুরোপুরি বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে। আর মাত্র ২৫ শতাংশ ইসরাইলি আগ্রাসনের মাত্রা বাড়াতে এবং গাজা দখলকে সমর্থন করেন।

সেজু