বেলারুশ সীমান্তের নিকটবর্তী আকাশীমায় উড়ছে স্প্যানিশ সেনাবাহিনীর এয়ারবাস। সেখান থেকে একের পর এক মাটিতে নেমে আসছেন প্যারাট্রুপাররা।
উত্তর ইউরোপের দেশ লাটভিয়ার পূর্ব সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
সুইফট রেসপন্স টোয়েন্টি ফাইভ নামের এই মহড়া মূলত হাই-প্রোফাইল বিমান অভিযানের একটি আনুষ্ঠানিক প্রস্তুতি। মহড়ায় ব্যবহার করা হচ্ছে স্প্যানিশ সেনাবাহিনীর এয়ারবাস-এ ফোর হান্ড্রেড এম।
লাটভিয়ার ব্রিগেড কমান্ডার বলছেন, এই মহড়ার মধ্য দিয়ে সামরিক জোট ন্যাটো জানান দিতে চায়, সীমান্তে যে কোনো অভিযান প্রতিহত করতে প্রস্তুত জোটের যোদ্ধারা।
অন্যদিকে ন্যাটোকে সহায়তা করতে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়া শুরু করেছে নেদারল্যান্ডস। ডাচ সেনাবাহিনীর ১ হাজার ৫০০ সদস্যের একটি দল অংশ নিচ্ছে এ মহড়ায়। মহড়ায় ব্যবহার করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চিনুক ও ব্ল্যাকহক হেলিকপ্টার। আমস্টারডামের ১০০ কিলোমিটার পূর্বের একটি গ্রামে মক ড্রিল করেছেন নেদারল্যান্ডসের টুলেভথ কমব্যাট এভিয়েশন ব্রিগেডের যোদ্ধারা।
২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের আগ্রাসন শুরুর পর সেনা সক্ষমতা বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে ন্যাটোর এই সদস্য রাষ্ট্রটি। ২০৩০ সাল নাগাদ পদাতিক সৈন্য সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা করছে তারা।