ব্রিটানিয়া কয়েনের নতুন সংস্করণ ‘রয়াল মিন্ট’র উদ্বোধন

ব্রিটানিয়া কয়েনের নতুন সংস্করণ
ব্রিটানিয়া কয়েনের নতুন সংস্করণ | ছবি: সংগৃহীত
0

ব্রিটেনের মুদ্রা প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়াল মিন্ট উদ্বোধন করছে ব্রিটানিয়া কয়েনের নতুন সংস্করণ। জাতীয় প্রতীকের বাহক এই কয়েন রয়াল মিন্ট প্রতিবছরই বাজারে ছাড়ে।

রুপা, স্বর্ণ আর প্লাটিনামের পাতে তৈরি বুলিয়ন কয়েন পাওয়া যাবে বাজারে চলতি বছরই।

এর আগে ১৯৮৭ সালে ফিলিপ নাথানের আইকনিক কয়েনের নতুন সংস্করণ এটি। এই কয়েনের মধ্যে রয়েছে নিরাপত্তা ফিচার।

যা এই কয়েনকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে নিরাপদ দৃশ্যমান কয়েনে।

সেজু