প্রশংসায় ভাসছেন মার্ক কার্নি

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি | ছবি: সংগৃহীত
0

বিজয় অর্জনের পর বিশ্বনেতা থেকে শুরু করে প্রতিটি জনগণের প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কেবল মাত্র ৩টি আসনের ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হওয়ায় আক্ষেপও কম নয়। কোন দলের সঙ্গে জোট হবে তা এখনো নিশ্চিত নয়। তবে শক্তিশালী ও একতাবদ্ধ কানাডার ডাক দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।

আনুষ্ঠানিকভাবে কানাডার ফেডারেল নির্বাচন ২০২৫-এর ভোট গণনা শেষে মাত্র তিনটি আসনের সংকটে পড়েছে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। ৩৪৩ আসনের মধ্যে ১৭২টি প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য। তা হাতছাড়া হওয়ায় নিউ ডেমোক্রেটিক পার্টি বা ব্লক কিউবেকোয়াকে রাজি করাতে হচ্ছে জোট বাধতে।

বর্তমানে আসন চিত্রটা এমন—

আলফা. কানাডার ফেডারেল নির্বাচনে দলগুলোর আসন

লিবারেল পার্টি: ১৬৯ আসন

কনজারভেটিভ পার্টি: ১৪৪ আসন

ব্লক কিউবেকোয়া: ২২ আসন

নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপি: ৭ আসন

গ্রিন পার্টি: ১টি আসন

কনজারভেটিভ পার্টির প্রধান নেতা পিয়ের পলিয়েভ অটোয়াতে তার নিজ আসনেই হেরে গেছেন। সেদিক থেকে মার্চের শুরুতে দায়িত্ব নিয়ে মাত্র দুই মাসেরও কম সময়ে দলকে গুছিয়ে জয়ের বন্দরে নিয়ে আসায় বিশ্ব নেতারা যেমন প্রশংসা কুড়াচ্ছেন মার্ক কার্নি, তেমনি জনসাধারণের মধ্যেও জেগেছে আশা। ইতোমধ্যে কার্নি ঘোষণা দিয়েছেন একতাবদ্ধ হয়ে এগিয়ে চলার।

স্থানীয় এক নারী ভোটার বলছেন, আমি লিবারেল পার্টিকেই ভোট দিয়েছি। তারাই কনজারভেটিভদের হারাতে পারার মতো যোগ্য। আমি পরিবেশ ও স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেই। পিয়ের পলিয়েভ থেকেও মার্ক কার্নির চিন্তার সঙ্গে আমরা বেশি একমত।

আরেক ভোটার বলেন, ‘যদি জাস্টিন ট্রুডো থেকেই যেতেন, তাহলে আমার মনে হয় কনজারভেটিভ ক্ষমতায় চলে আসতো। এক্ষেত্রে মার্ক কার্নি সেরা বাছাই দলের জন্য। যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে কার্নি সব থেকে যোগ্য। তার অর্থনৈতিক জ্ঞান, অভিজ্ঞতা সবার থেকে সেরা।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল লিবারেলদের জন্য যেমন সতর্ক বার্তা, তেমনি ভবিষ্যতের নীতিনির্ধারণেও চ্যালেঞ্জ অনেক। পার্লামেন্টে আইন পাস করাতে প্রতিবারই এখন লিবারেলদের দরকার হবে ছোট দলগুলোর সমর্থন।

এনএইচ