এবার ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো স্বয়ং ইসরাইলিরাই। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ থেকে ছড়ায় এ উত্তেজনা। ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা।
বেনইয়ামিন নেতানিয়াহুকে অপরাধী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে দিচ্ছেন স্লোগান। যতদিন হামাস ততদিন যুদ্ধ; নেতানিয়াহুর এমন কট্টর নীতির কারণে বিক্ষোভকারীরা ক্ষোভে ফুঁসছেন।
আন্দোলনকারীরা বলছেন, গাজায় হামলা চালিয়ে নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি, আর যুদ্ধ বন্ধ না করে ৫৯ জিম্মিকে ফিরিয়ে আনার পথও অনিশ্চয়তায় ফেলা হচ্ছে বলে মনে করছেন ইসরাইলিরা। এমনকি গাজার নিরীহ মানুষকে হত্যার বিষয়টিও মেনে নিতে পারছেন না তারা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘গাজায় সামরিক চাপের বিপরীতে ভালো কিছু হচ্ছে না। এতে জিম্মিরা মারা যাচ্ছে। এই যুদ্ধ অনেক মাস আগেই শেষ হওয়া উচিত ছিল। এর কোনও ভালো উদ্দেশ্য নেই; আর কোনও অর্জনও নেই।’
আরেকজন বলেন, ‘আপনি কি মনে করেন গাজার মানুষের জন্য আমরা চিন্তা করি না, অবশ্যই আমরা তাদের ব্যাপারেও যত্নশীল। আমরা মনে করি সেখানে অনেক নিরপরাধ মানুষ নিহত হচ্ছে।’
নেতানিয়াহু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা বলে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ ইসরাইলি বিক্ষোভকারীদের। নেতানিয়াহু যে মিথ্যাবাদী তা সারা বিশ্বে জানে বলেও মন্তব্য করেন তারা।