মালভূমি জেলার জিক্কে ও কিমাকপা গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ কোনো বিবৃতি দেয়নি।
গেল সপ্তাহে একই জেলায় কয়েক দিনের হামলায় অন্তত ৫২ জন নিহত হয় এবং সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে ২ হাজারের বেশি মানুষ। নাইজেরিয়ার মধ্যে বেল্ট হিসেবে পরিচিত মালভূমি জাতিগতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস।
সম্প্রতি জাতিগত সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মুসলিম পশুপালক জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের এসব সহিংসতার ঘটনা ঘটছে।
চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।
মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই মারাত্মক সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি কম সেখানে হামলার ঘটনা আরও বেশি ঘটতে দেখা যায়।