গাজায় আগ্রাসন আরো জোরদার করেছে ইসরাইল

নিশ্চিহ্নের পথে গাজা, নিশ্চুপ মুসলিম বিশ্ব | এখন টিভি
0

গাজায় আগ্রাসন আরও জোরদার করেছে ইসরাইল। এবার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাবু লক্ষ্য করে আর্টিলারি সেল, হেলিকপ্টার দিয়ে হামলা করেছে দখলদাররা।

চালাচ্ছে স্থল অভিযানও। এতে নিহত হয়েছে অন্তত ১৫ ফিলিস্তিনি। এ নিয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজার। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

হামাস চাইছে গাজায় যুদ্ধ বন্ধ করলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেবে তারা। অপরদিকে ইসরাইল নতুন করে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছে। তবে ইসরাইলের এ শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস।

এদিকে গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে ও তুরস্কের ইস্তাম্বুলে।

এএইচ