গাজার হাসপাতালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা | এখন টিভি
0

দক্ষিণ গাজার আল আলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। গাজার অন্যতম প্রধান এ হাসপাতাল ভবনে রোববার (১৩ এপ্রিল) দু’টি ইসরাইল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

গাজার বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এদিকে খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার দিনভর ইসরাইলি হামলায় গাজায় আরো ২০ জন নিহত হয়েছেন। অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধিদল।

আসু