গাজার বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এদিকে খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দিনভর ইসরাইলি হামলায় গাজায় আরো ২০ জন নিহত হয়েছেন। অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধিদল।