তেল আবিবের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

বিদেশে এখন
0

ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওয়ন বিমানবন্দরে আবারো হাইপাসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইসরাইল ভূ-খণ্ড লক্ষ্য করে দুটি 'প্যালেস্টাইন-টু' হাইপারসোনিক মিসাইল ছোঁড়ে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারির।

তবে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করেছে বলে জানায় ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ। হুতিদের হামলার পরই তেল আবিব ও জেরুজালেমে জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক আইডিএফ।

এ নিয়ে গেল ৭ দিন ৫ বার ইসরাইলের হামলা চালিয়েছে হুতিরা। একইদিন লোহিত সাগরে মার্কিন রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও মিসাইল হামলার দাবি করে সশস্ত্র গোষ্ঠীটি।

ইএ