ভূমিকম্পের পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী

ভূমিকম্পের পর গ্রিসের সান্তোরিনিতে প্রথম প্রমোদতরি | এখন
0

কয়েকশ' ভূমিকম্পের জেরে মাসব্যাপী পর্যটন বন্ধ থাকার পর গ্রিসের সান্তোরিনিতে পৌঁছালো প্রথম প্রমোদতরী। রোববার (২২ মার্চ) এজিয়ান সাগর তীরবর্তী দ্বীপটিতে পৌঁছান প্রায় ১২০০ পর্যটক, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক।

জানুয়ারি থেকে প্রায় একমাস টানা ভূমিকম্পের কারণে বদলে গিয়েছিল সান্তোরিনি, আমোরগোস ও আনাফি দ্বীপের বাসিন্দাদের জীবন।

কম্পন উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ায় দ্বীপজুড়ে সব ভবনের নিরাপত্তা পরীক্ষা করে বাসিন্দাদের ফেরার অনুমতি দিয়েছে প্রশাসন।

প্রত্যাহার করেছে সব নিষেধাজ্ঞা। তবে বহাল থাকছে কম্পনের সময় নেয়া নিরাপত্তামূলক ব্যবস্থা।

ইএ